আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, আমাদের দলে ছাত্রলীগ ও যুবলীগে কিছু বিএনপি–জামায়াত ঢুকে গেছে; তাদের সরাতে হবে। কয়েকদিন আগে ওরা ওসমানপুর ইউনিয়নে এক তরুণকে নির্মমভাবে হত্যা করে। আগেও ওরা খুনের রাজনীতি করেছে; এখন আবার শুরু করেছে। ওরা দলেও নানা বিশৃংখলা সৃষ্টি করতে শুরু করেছে।
মীরসরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বিকেলে বিএনপির নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি চেষ্টার প্রতিবাদে আয়োজিত শান্তি সমাবেশ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। উপজেলার বারইয়ারহাট পৌরসভাস্থ মহাসড়কের ট্রাফিক মোড়ে অনুষ্ঠিত এ শান্তি সমাবেশ জনসভায় রূপ নেয়। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শান্তির এই জনপদে বিএনপিকে আর কখনো জনগণ নির্বাচিত করবে না, তাই বিশৃৃংখলা করার চেষ্টা করলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে জনগণ এখন ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আজকে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মীরসরাইয়ের অর্থনৈতিক জোন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, রামগড় স্থলবন্দর, মেট্রো রেল, চট্টগ্রাম– কঙবাজার রেলপথ সহ উন্নয়নের শত শত কার্যক্রমে গণজোয়ারে জনগণ ওই নির্লজ্জ তারেক এবং বেগম জিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওরা জানে জ্বালাও পোড়াও, খুন আর লুটের রাজনীতি। বিএনপিকে জনগণ এখন প্রত্যাখ্যান করেছে। তাই ওরা এখন দিশেহারা হয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়।
জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে তাই জনগণের ভোটে ওরা আর কখনো ক্ষমতায় আসতে পারবে না উল্লেখ করে হানিফ বলেন, শীঘ্রই শেখ হাসিনার সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। বিএনপিকে আমরা আহ্বান জানাব বিদেশিদের উপর ভরসা না করে জনগণের উপর আস্থা থাকলে ভালোয় ভালোয় নির্বাচনে আসুন। এতেই আপনাদের মঙ্গল। নইলে আন্দোলনের নামে বিশৃংখল অবস্থা করলে বিচারের সম্মুখীন হতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খাদিজাতুল আনোয়ার সনি এমপি, আবু সাঈদ আহমদ স্বপন এমপি, দিদারুল আলম এমপি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন দিদার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক ভুট্টো, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হোসেন তপু প্রমুখ নেতৃবৃন্দ।