চবি শিক্ষকের ইমো আইডি হ্যাক করে টাকা দাবি

আজাদী অনলাইন | শুক্রবার , ৬ অক্টোবর, ২০২৩ at ৩:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা নদীর গবেষক ড. মো. মনজুরুল কিবরিয়ার ইমো আইডি হ্যাক হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার দুপুরের পর থেকে তার পরিচিতজনের কাছে ইমো আইডি থেকে ম্যাসেজ দিয়ে টাকা চাওয়া হলে বিষয়টি নজরে আসে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ড. মনজুরুল কিবরিয়া দৈনিক আজাদীকে বলেন, আজ দুপুরে আমার কাছে একটি নাম্বার থেকে ফোন করে আমার ইমো আছে কি না জিজ্ঞেস করা হয়। এরপর থেকে আমার কাছে আমার বিভিন্ন পরিচিত লোকজন ফোন করে বিষয়টি জানতে চাইলে তখন বুঝতে পেরেছি যে আমার ইমো আইডি হ্যাক করা হয়েছে।

বিষয়টি নিয়ে আমি কাজ করতেছি। আমার হ্যাক হওয়া আইডি উদ্ধার করেছি এবং বিষটি নিয়ে সতর্ক থাকার জন্য আমার ফেসবুক আইডিতে একটি লেখা দিয়েছি। বললেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বেপরোয়া গতির বাসচাপায় পরিচ্ছন্নকর্মীর মৃত্যু
পরবর্তী নিবন্ধচবি এবার বিজয় ও সিক্সটি নাইন গ্রুপের মারামারি, আহত ৩