এবার বাঁধন তরী বেড়ালেন আরব সাগরের কূলে মুম্বাইয়ে। ভারতের হিন্দি চলচ্চিত্রশিল্প বলিউড এই শহরে অবস্থিত। ইতোমধ্যেই বলিউডের সিনেমায় নাম লিখিয়েছেন বাঁধন। তার অভিনীত ‘খুফিয়া’ নামের সিনেমাটি নির্মাণ করেছেন বিশাল ভরদ্বাজ। এটি গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। জানা গেছে, গুপ্তচরবৃত্তি নিয়ে অমর ভূষণের উপন্যাস ‘এস্কেপ টু নো হোয়্যার’ অবলম্বনে ‘খুফিয়া’। এখানে বাঁধনের চরিত্রের নাম অক্টোপাস। রহস্যঘেরা এক বাঙালি মেয়ের চরিত্র। পুরো সিনেমায় অক্টোপাসের ব্যাপ্তি কম, তবে গুরুত্ব অনেক। খবর বাংলানিউজের।
অভিনেত্রীর ভাষ্য, খুব ছোট একটা ক্যারেক্টার করেছি আমি। সিনেমাটি মুক্তির পরই বিস্তারিত বোঝা যাবে। এখন এ নিয়ে কিছু না বলি। তবে এটা বলে রাখি, আমি ‘খুফিয়া’য় বাংলাদেশি এক মেয়ের চরিত্র করেছি। এ জন্যই তারা বাংলাদেশ থেকে অভিনেত্রী খুঁজেছেন এবং নিয়েছেন। ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে ট্রেলার। সাড়া পেয়েছিলেন কেমন? জানতে চাইলে অভিনেত্রী বলেন, দর্শকের কাছ থেকে খুব ভালো সাড়া পেয়েছি।
এছাড়া আমার কাছের মানুষেরা অনেক এক্সাইটেড সিনেমাটি নিয়ে। আর যারা আমার ভক্ত তারাও ট্রেলারটি শেয়ার করেছেন। সব মিলিয়ে এবার মুক্তির সময়ে খুব ভালো লাগছে। ২০২১ অক্টোবরে দিল্লিতে সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন বাঁধন। এতে কাজের অভিজ্ঞতা নিয়ে গণমাধ্যমে বাঁধন বলেন, এটি অবশ্যই আমার জন্য বড় প্রাপ্তি। বিশাল ভরদ্বাজের পরিচালনায় কাজ ও টাবুর সঙ্গে পর্দা ভাগাভাগি পুরোটাই আমার ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ ছিল। বাকিটা দর্শক পর্দায় আমাকে দেখার পর বলতে পারবেন।