সিএসইতে লেনদেন ১০.৬১ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ৬ অক্টোবর, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১০.৬১ কোটি টাকা। ২,০২৬ টি লেনদেনের মাধ্যমে মোট ১৮.৬৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৯.২১ পয়েন্ট কমেছে, যা হলো ১৮,৫৩১.৯০ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.১৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০৬.২৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.০৩ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৬৫.৬৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৭.১৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,১৫৩.৬৬ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৭০,৭২৭.৭৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩১,৪০৭.২৯ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৩০ টির, এর মধ্যে দাম বেড়েছে ২৯ টির, কমেছে ৪৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৫২ টির।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেন যুদ্ধের সমালোচনাকারী সাংবাদিকের সাড়ে ৮ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধসিঙ্গাপুরে গাড়ির মালিকানার সনদ পেতেই খরচ লক্ষাধিক ডলার