এইচএসসি পরীক্ষার শেষ দিনে অনুপস্থিত ৯৫১ শিক্ষার্থী

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৬ অক্টোবর, ২০২৩ at ৫:০৬ পূর্বাহ্ণ

ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা। ইংরেজি দ্বিতীয় পত্রে মোট পরীক্ষার্থী ছিল ৯৮ হাজার ৯০৩ জন। এরমধ্যে গতকাল ১১৩টি কেন্দ্রে ৯৭ হাজার ৯৫২ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ৯৫১ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কোনো কেন্দ্রে গতকাল কোনো পরীক্ষার্থী বহিষ্কার হয়নি। দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা কেন্দ্রে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সদস্যদের

তৎপরতা ছিল বলেও তিনি জানান।

আগামী ৮ তারিখ থেকে বিজ্ঞান বিভাগের প্র্যাকটিক্যাল শুরু হচ্ছে। ১৬ তারিখ পর্যন্ত প্র্যাকটিক্যাল চলবে। স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের প্র্যাকটিক্যাল অনুষ্ঠিত হবে বলেও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির দীর্ঘ লাইন, দুর্ভোগ
পরবর্তী নিবন্ধতলে তলে বলেছি, কারণ পাবলিক খায় : কাদের