সাপ্তাহিক চাটগাঁর শরৎকালীন সাহিত্য আসর

| বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

সাপ্তাহিক চাটগাঁ পত্রিকার উদ্যোগে শরৎকালীন সাহিত্য আসর গত ৩ অক্টোবর চট্টগ্রাম একাডেমিতে অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক রোকন উদ্দীন আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক ওসমান জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন ন্যাপ কেন্দ্রীয় কমিটির সদস্য মিটুল দাশগুপ্ত, কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ কামরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষক নাফিক আবদুল্লাহ ও সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ। এতে চট্টগ্রামের কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। প্রধান অতিথি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পর দুঃখের সঙ্গে বলতে হয়, রাজনৈতিক হিংসাপ্রতিহিংসা আজ এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে কেউ কেউ সত্যকে অস্বীকার করে মুক্তিযুদ্ধকে যে যার স্বার্থে ব্যবহার করছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আবার নতুন করে দেশকে সাজাতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব চিটাগাং পারিজাত এলিটের আই সাইট টেস্টিং
পরবর্তী নিবন্ধমহানবী (দ.) এর আদর্শ আমাদের অনুসরণ করতে হবে