আওলাদে রাসুল (দ.), রাহনুমায়ে শরিয়ত ও তরিকত হযরতুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ.) ভক্ত মুরীদদের উদ্দেশে রাউজান কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, নফস শয়তানকে মোকাবেলা ও আত্মশুদ্ধির মাধ্যমে দ্বীনের খেদমত করতে হবে। ইসলামের নামে বাতেল ফেরকাসমূহ থেকে নিজের জান–মাল ও ঈমান আক্বিদাকে হেফাজত করতে হবে। আল্লাহ্ ও রাসূল (সা.)’র সন্তুষ্টি অর্জন করতে পারলেই ইহকাল ও পরকালের শান্তি নিশ্চিত করা যাবে।
গতকাল বুধবার বিকেলে রাউজান কলেজ মাঠে গাউসিয়া কমিটি রাউজান উত্তর শাখা আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলের রাহমাতুলিল্ল আলামিন কনফারেন্সে তিনি বক্তব্য রাখছিলেন। এর আগে বেলা আড়াইটায় তিনি রাউজান আরআরএসি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা ভক্তদের বয়াত করান। এরপর রাউজান কলেজ মাঠে সমাবেশে আসেন। এখানে আছরের নামাজের ইমামতি করেন।
কনফারেন্সে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। গাউসিয়া কমিটি রাউজান উপজেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধকের বক্তব্য দেন, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব।
শুভেচ্ছা বক্তব্য দেন, গাউসিয়া কমিটি রাউজান উপজেলা উত্তর শাখার সভাপতি বিএম জসিম উদ্দিন হিরু। প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ মাওলানা সৈয়দ অছিয়র রহমান আল কাদেরী। মঞ্চে উপস্থিত ছিলেন আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ–সভাপতি মোহাম্মদ মহসিন, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, গাউসিয়া কমিটি উত্তর জেলা ও রাউজান উপজেলা উত্তরের সিনিয়র সহ–সভাপতি মাওলানা ইয়াসিন হোসাইন হায়দারী, উত্তর জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান, অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নুরী প্রমুখ।












