বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ সরকার উন্নয়ন ও জনসেবায় বিশ্বাসী। তারই ধারাবাহিকতায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছি। তিনি গত শনিবার শীলকুপ, চাম্বলে সড়ক এবং শেখেরখীলে ব্রীজ নির্মাণ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাম্বলে আয়োজিত সমাবেশে এ কথা বলেন। বাঁশখালীতে ১ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে চাম্বলে মনসুর আলী সড়ক, ৩৩ লক্ষ ৫৫ হাজার টাকা ব্যয়ে শীলকুপ ইজ্জতিয়া সড়ক ও ৪ কোটি ৫ লক্ষ টাকা ব্যয়ে জলকদর খালের শেখেরখীল ছনুয়া সড়কে ৩৭ মিটার পিএসসি গার্ডার মৌলভী বাজার ব্রীজ উদ্বোধন করা হয়। শেষে এক আলোচনা সভা একটি কনভেশন সেন্টারে ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম, খানখানাবাদের সাবেক চেয়ারম্যান মো: বদরুদ্দিন চৌধুরী, জিল্লুল করিম শরীফি, অধ্যাপক বাবুল কান্তি দেব, আকতার হোছাইন, রশিদ আহমদ আলোচনায় অংশ নেন। এর আগে শীলকুপ ইজ্জতিয়া সড়ক উদ্বোধন কালে শীলকুপের চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন সহ ইউপি সদস্যগণ এবং মৌলভী বাজার ব্রীজ উদ্বোধন কালে শেখেরখীলের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন এবং বর্তমান চেয়ারম্যান মোরশেদুল ইসলাম ফারুকী উপস্থিত ছিলেন।












