অবৈধ দখলে কক্সবাজারের প্রধান সড়ক, অলি-গলির ফুটপাত

আজ থেকে উচ্ছেদ অভিযান শুরুর ঘোষণা মেয়রের

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ at ৫:১৩ পূর্বাহ্ণ

হকার, দোকানদার, সিএনজিটমটম ও মাইক্রোবাসের দখলে কক্সবাজার শহরের প্রধান সড়ক ও অলিগলির ফুটপাত। এমনকি অনেকেই ফুটপাত ছাড়িয়ে দখল করে থাকে যান চলাচলের রাস্তাও। এসব অবৈধ দখলের কারণে কক্সবাজার শহর পরিণত হয়েছে দুঃসহ যানজটের নগরীতে। জনগণের দীর্ঘদিনের এই দুর্ভোগ লাঘবে আজ বৃহস্পতিবার সকাল থেকে কক্সবাজার পৌরসভার উদ্যোগে শুরু হচ্ছে বহুল প্রত্যাশিত অবৈধ দখল উচ্ছেদ অভিযান।

এ বিষয়ে বুধবার বিকালে পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, গত দুইদিন ধরে কক্সবাজার শহরে মাইকিং করে সকল প্রকার অবৈধ দখলদারদের স্বেচ্ছায় দখল ছেড়ে দেয়ার আহবান জানানো হয়েছে। পূর্ব ঘোষণা অনুসারে বৃহস্পতিবার সকাল থেকে যথাসময়ে এই অভিযান শুরু হবে।

মেয়র বলেন, কক্সবাজার শহরে কোনো অবৈধ দখলদার থাকবে না। নির্ধারিত ইজারাদার ছাড়া কেউ পৌরসভার নামে টোল নিতে পারবে না। নালা দখলদারদের বিরুদ্ধেও কঠোর অভিযান চালানো হবে।

এক প্রশ্নের উত্তরে পৌর মেয়র বলেন, পৌরসভা নির্ধারিত ইজারার বাইরে কোনো প্রকার টোল বা চাঁদা নেয় না। যারা পৌরসভার কথা বলে এসব অবৈধ দখল বা স্টেশন থেকে চাঁদা আদায় করে তারা চাঁদাবাজ। তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই সঙ্গে যানজট নিরসনে অবৈধ ইজিবাইক, অটোরিকশা, রিকশা, ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধেও অভিযান চালানো হবে বলে জানিয়ে মেয়র বলেন, আঠারো বছরের নিচে কেউ গাড়ি চালক হতে পারবে না। রোহিঙ্গাদের গাড়ির চালানোর কোনো সুযোগ নেই। একটি আধুনিক পরিকল্পিত শহর করতে যা যা করার প্রয়োজন তা করা হবে।

সংবাদ সম্মেলনে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার সালাম, প্যানেল মেয়র১ সালাউদ্দিন সেতু, প্যানেল মেয়র২ ওমর সিদ্দিক লালু, প্যানেল মেয়র৩ ইয়াছমিন আক্তার, কাউন্সিলর রাজ বিহারী দাশ, এহেসান উল্লাহ ও নাসিমা আক্তার বকুলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধটেক্সি নিয়ে পালানোর সময় চোরকে গণপিটুনি
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ সরকার উন্নয়ন ও জনসেবায় বিশ্বাসী