ভিসা প্রসেসিং সেন্টার পরিদর্শনে ইতালির রাষ্ট্রদূত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ at ৫:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাসিন্দাদের জন্য বিভিন্ন ক্যাটাগরির ভিসা সার্ভিস সহজীকরণে কী কী পদক্ষেপ নেয়া যায় তা সরজমিনে দেখলেন বাংলাদেশস্থ ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো। গতকাল বুধবার তিনি নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ ভিসা প্রসেসিং সেন্টার ভিএফএস পরিদর্শন করেন। রাষ্ট্রদূত ভিএফএসএ পৌঁছালে সেন্টারের ম্যানেজার হামিদ উদ্দীন চৌধুরী রাসেল তাকে স্বাগত জানান। এই সময় ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান সালমান ইস্পাহানি এবং চট্টগ্রাম চেম্বার প্রেসিডেন্ট ওমর হাজ্জাজ রাষ্ট্রদূতের সাথে ছিলেন।

রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো ভিএফএসএর বিভিন্ন বিষয়ের খোঁজ খবর নেন এবং ইতালির বিভিন্ন ক্যাটাগরির ভিসা সার্ভিস প্রদানের কার্যক্রম সহজ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার উন্নয়ন করা সড়ক দিয়েই বিএনপি রোডমার্চ করবে
পরবর্তী নিবন্ধপাইওনিয়ার ফুটবল লিগ ৭ অক্টোবর শুরু