শুনি কড়া নাড়ার শব্দ

বনশ্রী বড়ুয়া | বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ at ৪:৫৯ পূর্বাহ্ণ

গভীরে শান দেয় ভেজা ফুল

জেগে ওঠে প্রাণ

মুখর বাতাসে কার মুখ ভেসে ওঠে?

চৌরাস্তার ষোড়শী বালিকার মতো

কে আসে ফিরে স্মৃতিতে তুমুল কড়া নেড়ে?

কার আহবানে অমীমাংসিত হৃদয়ে ধেয়ে আসে প্লাবন

কে দিয়েছে নির্ঘুম তিমির?

গতরে উনুন জ্বেলে নাভীমূলে এ কিসের উন্মাদনা?

তবে কি আসছে অগ্নিময় ভোর?

স্ফুলিঙ্গ হয়ে কেড়ে নেবে আমার আমিকে?

এ বেলা সে কেন আসে

কেন বেনোজল স্রোতে ভাসায়

গেরস্থ বউয়ের শাড়ির আঁচল,

শিমফুল নাকের নোলক?

পূর্ববর্তী নিবন্ধসুখের গোলাপ
পরবর্তী নিবন্ধরাসেলের ছবি