পোর্ট সিটি ভার্সিটিতে ‘শিক্ষা ও শিক্ষকতা’ বিষয়ক সেমিনার

| বুধবার , ৪ অক্টোবর, ২০২৩ at ৫:০৬ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইউনিভার্সিটিতে ‘শিক্ষা, শিক্ষক, শিক্ষকতা পেশা ও ফলপ্রসূ শিক্ষাদান : বাংলাদেশে মানব সম্পদ উন্নয়ন পরিপ্রেক্ষিত পর্যালোচনা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে ব্যবসায় প্রশাসন বিভাগ ও আইকিউএসি। গত রোববার বিশ্ববিদ্যালয়ের হল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা উপস্থিত ছিলেন ব্যবসায় অধ্যয়ন অনুষদের ডীন প্রফেসর ড. মো. ফসিউল আলম। তিনি শিক্ষাক্ষেত্রে মানব সম্পদের কাঠামো সহায়ক কিছু তথ্য ও উপাত্ত উপস্থাপন করেন। তিনি আরো বলেন, শিক্ষা, মানবসম্পদ ব্যবস্থাপনা এবং মানব সম্পদ উন্নয়ন শুধু কেবলমাত্র একটি নির্দ্দিষ্ট প্রতিষ্ঠান কেন্দ্রিক বিষয় নয়, এটি সমগ্র সমাজ, জাতি, রাস্ট্র এবং বৈশ্বিক উন্নয়নের উপর প্রভাব বিস্তার করে। শেষে প্রশ্নোত্তর সেশনের মাধ্যমে আলোচনা শেষ হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মো. মুসার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ ড. গণেশ চন্দ্র রায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, মানবিক, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদের ডীন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধক্লাব অব কলেজিয়েটস ’৮৬ এর সভা
পরবর্তী নিবন্ধচবিতে ‘স্টার্ট-আপ কম্পাস ইউনিভার্সিটি এক্টিভেশন প্রোগ্রাম’