সাকিব ছাড়া বাংলাদেশ দল এখন ধর্মশালায়

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৪ অক্টোবর, ২০২৩ at ৪:৫৮ পূর্বাহ্ণ

আসামের গোয়াহাটিতে দুটি প্রস্তুতি ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট দল এখন নিজেদের প্রথম ম্যাচের ভেন্যু হিমাচল প্রদেশের ধর্মশালায় পৌছেছে। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। যার শেষটি ছিল গত সোমবার গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে। সে ম্যাচটিতে হেরে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করেছে টাইগাররা। যদিও একই মাঠে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকাকে হারিয়েছিল সাকিবের দল। বিশ্বকাপের মুল পর্বে টাইগারদের প্রথম ম্যাচ হবে ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে। আগামী ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশ দল মাঠে নামবে দুদিন পর। আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপের মূল মিশন শুরু হবে বাংলাদেশের। আফগানদের বিপক্ষে সে ম্যাচ সামনে রেখে এরই মধ্যে গুয়াহাটি থেকে ধর্মশালায় পৌঁছে গেছে টিম বাংলাদেশ। তবে দলের সঙ্গে যাননি অধিনায়ক সাকিব আল হাসান। নাহ, তিনি কোন বিজ্ঞাপনের শ্যুটিংয়ে ব্যস্ত নেই। আজ বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। আর সে সাথে ‘ক্যাপ্টেন্স ডে’ নামক একটি অনুষ্ঠান রয়েছে। আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে সাকিব গেছেন আহমেদাবাদে। আহমেদাবাদের ওই অনুষ্ঠানে সাকিব ছাড়াও উপস্থিত থাকবেন এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়করা। যেখানে অফিসিয়াল ফটোসেশন ছাড়াও সাংবাদিকদের মুখোমুখি হবে অধিনায়করা। আর সেই অনুষ্ঠান শেষ করে আজই প্রথম ম্যাচের ভেন্যু ধর্মশালায় দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। এদিকে গতকাল ধর্মশালায় পৌঁছালেও অনুশীলন করেনি বাংলাদেশ দল। বিশ্রামে কাটিয়েছে দলের ক্রিকেটাররা। তবে আজ অনুশীলনে নামবে টাইগাররা। ধর্মশালায় দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ৭ অক্টোবর প্রথম ম্যাচের পর ১০ অক্টোবর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপের শুরুটা করতে চায় বাংলাদেশ। দলের ক্রিকেটাররাও বেশ আত্মবিশ্বাসী প্রথম ম্যাচে জয়ের ব্যাপারে। যদিও প্রতিপক্ষ আফগানিস্তান বেশ শক্তিশালী। তারপরও জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চায় বাংলাদেশ। দু দলের সবশেষ লড়াইয়ে এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। সে অনুপ্রেরনা থেকে বিশ্বকাপের প্রথম ম্যাচেও আফগানদের হারাতে চায় টাইগাররা। আর সে লক্ষ্যেই নিজেদের প্রস্তুত করে তুলেছে বাংলাদেশ দল। এখন কেবল মাঠে নামার অপেক্ষা।

পূর্ববর্তী নিবন্ধকিষোয়ানের জয়রথ থামাতে পারল না কোয়ালিটিও
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৯.৬৩ কোটি টাকা