বান্দরবানে নার্স ও মিডওয়াইফ শিক্ষার্থীদের কর্মবিরতি

ইন্টার্ন ভাতার দাবি

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ৪ অক্টোবর, ২০২৩ at ৪:৪৮ পূর্বাহ্ণ

ইন্টার্ন ভাতার দাবিতে বান্দরবানে ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফদের ইন্টার্ন শিক্ষার্থীরা কর্মবিরতি এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল মঙ্গলবার সকালে বান্দরবান সদর হাসপাতাল থেকে প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করে ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফদের ইন্টার্ন স্বাস্থ্যকর্মীরা। পরে বান্দরবান হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।

আন্দোলকারী স্বাস্থ্যকর্মীর প্রতিনিধি সুবর্ণা ও সারোয়ার বলেন, ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীদের শেষ ছয় মাসের ইন্টার্নশিপে নির্দিষ্ট পরিমাণ ভাতা দেওয়ার কথা বলা থাকলেও তাদের কোনো ভাতা দেয়া হচ্ছে না। নীতিমালা অনুযায়ী বেতন ভাতা প্রদানের দাবিতে তাদের এ কর্মসূচি।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা কোনো অপশক্তি রুখতে পারবে না
পরবর্তী নিবন্ধকানাডার ৪১ কূটনীতিককে সরিয়ে নিতে বলল ভারত