অতিরিক্ত দামে আলু ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি

কর্ণেলহাটে চার প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৪ অক্টোবর, ২০২৩ at ৪:৪৭ পূর্বাহ্ণ

মূল্য তালিকার অতিরিক্ত দামে আলু ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে নগরীর কর্ণেলহাটে চার প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ।

তিনি জানান, কর্ণেল হাটের আইয়ুব অ্যান্ড ব্রাদার্স মূল্য তালিকায় লিখে ৩৬ টাকা, কিন্তু আমরা কয়েকটি বিক্রয় রশিদে দেখতে পাই ৪০ টাকা করে দাম নেয়া হয়েছে। তাই আমরা দোকানটিকে ১০ হাজার টাকা জরিমানা করি। এছাড়া মরিয়ম ট্রেডার্সে মূল্যতালিকা না থাকায় ১ হাজার টাকা এবং একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের জন্য ৫ হাজার টাকা ও ক্যাফে আজমিরে মূল্যতালিকা না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে বেকারি পণ্য রাখার গুদামে আগুন
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা কোনো অপশক্তি রুখতে পারবে না