কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে গতকাল এক দিমজুরের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. জাফর মিয়া (৪৫) ভোলা জেলার মো. সিদ্দিক মিয়ার পুত্র। তবে তিনি কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র এলাকায় বসবাস করতেন বলে জানা যায়। লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, লাশটি একটি মরা গাছের নিচে চাপা পড়া অবস্থায় ছিল। পুলিশের ধারণা–প্রায় ২ সপ্তাহ আগে জাফর মারা গেছেন। তিনি গাছ কাটতে গিয়ে গাছের চাপায় পড়ে মারা গেছেন নাকি তাকে কেউ হত্যা করেছে এ বিষয়ে পুলিশ তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি। কাপ্তাই থানা সূত্র গতকাল রাত ১০টার সময় আজাদীকে জানায়, জাফরের লাশ কাপ্তাই থানায় রাখা আছে। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি। আজ বুধবার লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি মর্গে পাঠানো হবে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, নিহত জাফর বিদ্যুৎ কেন্দ্রের নিউমার্কেট এলাকায় বসবাস করে দিনমজুর হিসেবে কাজ করতেন।