ব্যাটারি চালিত রিকশা–ভ্যান চলাচল নিষিদ্ধ যদি করতেই হয়, তাহলে সবার আগে যেসব প্রতিষ্ঠান এসব রিকশা মোটর আমদানী করে, ব্যাটারি চালিত রিকশা–ভ্যান তৈরি করে সেসব প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে।
রিকশা, ব্যাটারি, মোটর আমদানী করে ব্যবসায়ীরা, বিক্রি করে দোকানদার ব্যবসায়ীরা, সেগুলো আমদানী ও বিক্রি বন্ধ না করে রিকশা নিষিদ্ধ অমানবিক।
দরিদ্র কর্মহীন মানুষ এনজিওসহ বিভিন্নভাবে ঋণ নিয়ে হাজার হাজার টাকা খরচ করে রিকশা কিনে চালিয়ে যখন জীবিকা চালাচ্ছে তখন সরকারের এই সিদ্ধান্ত কোনোক্রমেই শ্রমজীবী রিকশা চালক–মালিকরা মেনে নেবে না। সরকারের এই সিন্ধান্তটি অমানবিক ও অযৌক্তিক কাজ যেখানে রিকশা চালকদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা না নিয়ে, নিজেদের মনগড়া একটা সিন্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। রিকশা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে রিকশা চালকরা কিভাবে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করবে? এই মানুষগুলো কিভাবে দুমুঠো ভাত খাবে? সুতরাং সরকারের প্রতি আবেদন থাকবে ব্যাটারি চালিত রিকশা–ভ্যান নিষিদ্ধ না করে, তাদের জীবিকা নির্বাহ করার সুযোগ দিন।
মারুফ হাসান ভূঞা
ফেনী সদর, ফেনী।