ভবনে মশার লার্ভা ও রাস্তা ফুটপাত দখল

এক ব্যক্তি ও চার প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩ অক্টোবর, ২০২৩ at ৪:৫৫ পূর্বাহ্ণ

নগরীতে এক ব্যক্তি ও চার প্রতিষ্ঠানকে ৫৮ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একটি ভবনে মশার লার্ভা পাওয়ায় ২০ হাজার টাকা এবং বাকিদের ফুটপাত দখল ও ময়লা আবর্জনা ফেলায় ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল নগরের জিইসি, গোলপাহাড়, জামালখানে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহ্‌রীন ফেরদৌস। অংশ নেন সংস্থাটির প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

জানা গেছে, অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখার দায়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালকে ২৫ হাজার টাকা, রাস্তার উপর জেনারেটর স্থাপনের দায়ে মোহাম্মদীয়া হোটেল এণ্ড রেস্টুরেন্টেকে ১০ হাজার টাকা, ফুটপাতে আবর্জনা ফেলার দায়ে বেইম্পরিয়াম জুতার শোরুমকে দুই হাজার টাকা, ফুটপাত দখল করায় আবদুল হান্নান নামে এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জামালখান এলাকায় ভবনের আন্ডার গ্রাউন্ডে এডিস মশার লার্ভা পাওয়ায় সানমার স্প্রিং গার্ডেন ওনার্স এসোয়িয়েশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গোলপাহাড় মোড়ে রাস্তা ও ফুটপাতের উপর রাখা ওয়ারিয়র টাওয়ারের কংক্রিট জব্দ করা হয়

পূর্ববর্তী নিবন্ধগোসাইলডাঙ্গায় কাভার্ডভ্যান চাপায় নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধজাতীয় উৎপাদনশীলতা দিবসে রাঙ্গুনিয়া র‌্যালি ও আলোচনা সভা