খাতুনগঞ্জে পলিথিনের গোডাউনে অভিযান, ১৭০০ কেজি পলি জব্দ

আজাদী অনলাইন | সোমবার , ২ অক্টোবর, ২০২৩ at ৪:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের চাক্তাই খাতুনগঞ্জ এলাকায় নিষিদ্ধ পলিথিনের গোডাউনে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ সোমবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ওসমানিয়া গলির নামহীন একটি গোডাউন এবং রহমান এন্ড ব্রাদার্সের একটি গোডাউন থেকে আনুমানিক ১৭০০ কেজি উৎপাদন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।

এ সময় উভয় প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল মালেক জানান, আমরা পলিথিনমুক্ত নগরী গড়ার জন্য বদ্ধপরিকর, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকারাভোগ শেষে মিয়ানমার থেকে ফিরছেন ২৯ বাংলাদেশি
পরবর্তী নিবন্ধআতাউল্লাহর কারণেই আরসায় যোগ দিয়েছিলেন নোমান চৌধুরী