টইটং আল হেরা মডেল একাডেমিতে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

| সোমবার , ২ অক্টোবর, ২০২৩ at ৫:০৩ পূর্বাহ্ণ

প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠান টইটং আল হেরা মডেল একাডেমিতে সীরাতুন্নবী (সা.) উদযাপন, সাংস্কৃতিক প্রতিযোগিতা, দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্প্রতি একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক এম তারেকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ আব্দুর রশিদ। উদ্বোধক ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদুল্লাহ ফিরোজ, প্রধান অতিথি ছিলেন পুঁইছড়ি ইসলামি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসাইন, বিশেষ অতিথি ছিলেন শেখেরখীল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পুঁইছড়ী ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা হামেদ হাছান, বটতলী শফিকিয়া দাখিল মাদ্রাসার সাবেক সহসুপার মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান। উপস্থিত ছিলেন মাওলানা নূরুল হক, সমাজেসেবক সিরাজুল মোস্তফা ও শিক্ষক রাহমত উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির রেক্টর মোহাম্মদ জিয়াউল হক শফিকী। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন সানজিদা বেগম এবং জমির হোসাইন। এতে আলোচকরা বলেন, সৎ, যোগ্য, আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে এতদঞ্চলে টইটং আল হেরা মডেল একাডেমি ব্যাপক ভূমিকা রেখে চলেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমিরাবাদ টংকাবতীরকূলে হরি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন
পরবর্তী নিবন্ধচবি রেললাইন থেকে বাইপাস সড়ক হলে হাটহাজারীতে যানজটের সমাধান হবে