আমিরাবাদ টংকাবতীরকূলে হরি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

| সোমবার , ২ অক্টোবর, ২০২৩ at ৫:০৩ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলার আমিরাবাদে টংকাবতীরকূল পল্লী প্রগতি সংঘ ও হরি মন্দির উন্নয়ন কমিটির যৌথ উদ্যোগে হরি মন্দির পুনঃনির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন পাঁচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ। প্রধান অতিথি ছিলেন অদুলঅনিতা ট্রাস্টের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী। হরি মন্দির উন্নয়ন কমিটির সভাপতি স্বপন কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলার চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ, লোহাগাড়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রীনিবাস দাশ সাগর ও লোহাগাড়া উপজেলা পূজা পরিষদের সভাপতি ডা. রিটন দাশ, জনতা ব্যাংকের প্রাক্তন ডিজিএম শম্ভু দাশ, দি চিটাগং ট্রাস্টের চেয়ারম্যান অরুণ কান্তি মল্লিক, ন্যাশনাল হাসপাতালের পরিচালক ডা. মো. আবু নাছের, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের নির্বাহী পরিচালক মো. মাহবুব আলম, কসমোপলিটন হাসপাতালের পরিচালক মো. জাহিদুল ইসলাম, বাগীশিক লোহাগাড়া উপজেলা সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন শীল, সমাজসেবক প্রকৌশলী রবিন খাস্তগীর, নিরঞ্জন দাশ, তাপস বিশ্বাস। প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাশ ও আশীষ দাশের যৌথ সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক কলেজ প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। শুরুতে গীতাপাঠ করেন অজয় চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ আজ বাংলাদেশের
পরবর্তী নিবন্ধটইটং আল হেরা মডেল একাডেমিতে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ