ফৌজদারহাটস্থ তুলাতলী একতা সংঘ আয়োজিত তুলাতলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত শনিবার স্থানীয় মাঠে সম্পন্ন হয়েছে। উক্ত ফাইনালে জিতে ইন্টার মিয়ামী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তারা এফ সি রোমা একাদশকে ২–০ গোলে পরাজিত করে। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–৪, সীতাকুণ্ড সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক লায়ন মোহাম্মদ ইমরান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে আমরা একটি সুস্থ ও সুন্দর জাতি পেতে পারি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ হোসাইন ও মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিজয়ী এবং বিজিতদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।