ফটিকছড়িতে বজ্রপাতে কৃষাণীর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ২ অক্টোবর, ২০২৩ at ৪:৫৭ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে কৃষি জমি থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মমতাজ বেগম (৫০) নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় কাঞ্চননগর ইউনিয়নের সমুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগম কাঞ্চন নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গর্জানিয়া এলাকার মৃত কালু মিয়ার স্ত্রী এবং ৪ সন্তানের জননী। মমতাজ বেগমের ছেলে মুহাম্মদ আলাউদ্দিন জানান, আমি ও আমার মা বাড়ির পাশে কৃষি জমিতে কাজ করতে গিয়েছিলাম। এরমধ্যে মুষলধারে বৃষ্টি আসলে আমার মা ক্ষেত থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আসলে বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়। পরে আমরা তাকে স্থানীয় আব্দুল একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো.রমজান আলী বলেন, মহিলাটি বাড়ির পাশে কৃষি জমিতে কাজ করতে যায়। কাজ শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যার দিকে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধসরকার চাইলে দুর্গাপূজায় হামলার ঘটনা ঘটবে না : রানা দাশগুপ্ত
পরবর্তী নিবন্ধএয়ার ফ্রেইটে আনা প্রবাসীদের মালামাল অতিসত্বর ছাড়ের দাবি সুজনের