দুই বছরের জন্য ইউজিসির সদস্য হলেন চমেবি উপাচার্য

| সোমবার , ২ অক্টোবর, ২০২৩ at ৪:৫৬ পূর্বাহ্ণ

দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) উপাচার্য ডা. মো. ইসমাইল খান। গতকাল রোববার ইউজিসি থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের।

চমেবি উপাচার্য ছাড়াও আরো দুইজনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্যকে সদস্য হিসেবে মনোনীত করা হয়। মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশএর ৪() সি) ও ৪ () ধারার বিধান অনুসারে গৃহীত কমিশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ৫ অক্টোবর থেকে পরবর্তী ২ বছরের জন্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খানসহ আরো দুজনকে খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

প্রসঙ্গত, অধ্যাপক ডা. মো. ইসমাইল খান দ্বিতীয় মেয়াদে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) উপাচার্য হয়েছেন। এর আগে ২০১৭ সালের ১০ এপ্রিল চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ফুটপাতের ১০ অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা
পরবর্তী নিবন্ধবেশি দামে ডলার বিক্রি ১০ ব্যাংককে জরিমানা