সরকার চাইলে দুর্গাপূজায় হামলার ঘটনা ঘটবে না : রানা দাশগুপ্ত

| সোমবার , ২ অক্টোবর, ২০২৩ at ৪:৫৭ পূর্বাহ্ণ

আসন্ন দুর্গাপূজায় সরকার চাইলে হামলার ঘটনা ঘটবে না, না চাইলে ঘটবেএটাই আজকের বাংলাদেশের বাস্তবতা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। গতকাল সরকারি দলের সংখ্যালঘুবান্ধব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে ঐক্য পরিষদের মহাসমাবেশের তারিখ পরিবর্তন সংক্রান্ত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। খবর বাংলানিউজের।

জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও ধর্মীয়জাতিগত সংখ্যালঘু সংগঠনসমূহের ঐক্যমোর্চা। সংবাদ সম্মেলনে আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ে এক প্রশ্নের জবাবে রানা দাশগুপ্ত বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরকারের আইনশৃঙ্খলা কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক হয়েছিল। সেখানে কীভাবে দুর্গাপূজায় শান্তিশৃঙ্খলা রক্ষা করা যায়, সেটি নিয়ে কথা হয়েছে। আমরা সেখানে পরিষ্কারভাবে বলেছি, ২০২২ সালে শারদীয় দুর্গাপূজায় কোনো ঘটনা ঘটেনি। যা ঘটেছিল, তা ২০২১ সালে।

সরকারি দল, বিরোধী দলসহ সমস্ত রাজনৈতিক শক্তিকে একজোট হয়ে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে গণতন্ত্রের স্বার্থে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি পূজার সময় যাতে কোনো গণ্ডগোল না হয়, সেজন্য সবাইকে সচেষ্ট থাকার অনুরোধ করেন।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বজ্রপাতে কৃষাণীর মৃত্যু