ভাটিয়ারী কলেজ পাড়া এলাকায় লায়ন ইমরানের অর্থায়নে নলকূপ স্থাপন

| সোমবার , ২ অক্টোবর, ২০২৩ at ৪:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডস্থ ভাটিয়ারী কলেজ পাড়া এলাকায় লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের উদ্যোগ ও অর্থায়নে দেড় লক্ষ টাকা ব্যয়ে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। গতকাল রবিবার নবস্থাপিত গভীর নলকূপের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে হযরত হোসেন শাহ (রহঃ) জামে মসজিদ ও মহল্লা কমিটি।

মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ শফির সভাপতিত্বে ও মোতোয়াল্লি মোহাম্মদ লোকমান সওদাগরের পরিচালনায় গভীর নলকূপ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিমনী শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান। প্রধান অতিথির বক্তব্যে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, নীল সাগরের পানিগুলো হলো আকাশের প্রতিফলন আর আমাদের কাজগুলো হলো আমাদের চিন্তাভাবনার প্রতিফলন।

তিনি আরো বলেন, পানি হলো পৃথিবীর আত্মা যা একে বাঁচিয়ে রেখেছে। আর, কুয়ো যখন শুকনো এবং শূন্য তখনই তা পানির মর্ম বোঝে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হযরত হোসেন শাহ্‌ (রহঃ) জামে মসজিদের পেশইমাম মাওলানা সাবের আহমদ, মসজিদ কমিটির সেক্রেটারি মোঃ বদিউল আলম, সারতাজ ইমরান, মোহাম্মদ আরব আলী, ফরিদুল আলম, রুহুল আমিন, সোলাইমান, তসলিম এবং গভীর নলকূপ স্থাপনে তদারককারী লায়ন মোহাম্মদ ইমরানের ছোটভাই মোহাম্মদ ইরফান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবীণদের জন্য একটি পূর্ণাঙ্গ হাসপাতাল ও একটি ওল্ড হোম নির্মাণ করা হবে
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তৃণমূল পর্যায়ে তুলে ধরতে হবে