ঐতিহ্যবাহী চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের সমর্থকরা গতকাল শনিবার বেশ প্রস্তুতি নিয়ে এসেছিলেন মাঠে। বাজি–বাদ্য সহযোগে দলের জয় উদযাপন করবেন এই ছিল আশা। কারন তার আগের ম্যাচে মোহামেডান ব্লুজ ৫–১ গোলে উড়িয়ে দিয়েছিল শিরোপা প্রত্যাশি গতবারের রানার্স আপ ব্রাদার্স ইউনিয়নকে। কিন্তু গতকাল মোহামেডান ব্লুজের খেলোয়াড়রা চরম হতাশ করেছেন তাদের সমর্থকদের। কোথায় দলের জয় দেখবেন তা না। উল্টো পরাজয় দেখে বাড়ি ফিরতে হয়েছে তাদের। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় গতবারের চ্যাম্পিয়ন মাদারবাড়ি উদয়ন সংঘ ৩–০ গোলে পরাজিত করেছে মোহামেডান ব্লুজকে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ২–০ গোলে এগিয়ে ছিল। মোহামেডান ব্লুজ নিজেদের প্রথম দুই খেলায় ড্রয়ের পর তৃতীয় খেলায় জয় দেখেছিল। ৪র্থ খেলায় এসে দলটি হেরেই বসলো। প্রথম পরাজয়ের মুখোমুখি হলো তারা। চার খেলা শেষে মোহামেডান ব্লুজের পয়েন্ট এখন ৫। অন্যদিকে মাদারবাড়ি উদয়ন সংঘ ২ খেলায় জয় এবং ২ খেলায় পরাজিত হয়েছে। চার খেলা শেষে তারা ৬ পয়েন্ট পেয়েছে।
গতকাল খেলা শুরু হতে না হতেই আচমকা ধাক্কা খায় মোহামেডান ব্লুজ। খেলার পঞ্চম মিনিটেই গোল করে বসে উদয়ন সংঘ। নাফিস ইকবাল বাবুর লম্বা থ্রো পড়ে মোহামেডান ব্লুজের বক্সে। সেখানে জটলার সৃষ্টি হয়। গোলকিপার শহীদুল আলমও বিভ্রান্ত হন। মাহির আউসাফ বল জালে দিয়ে উদয়নকে ১–০ গোলে এগিয়ে নেন। এ গোলের ধাক্কা বুঝতে না বুঝতেই আবারো গোল হজম করে নিতে হয় মোহামেডান ব্লুজকে। পরমিনিটেই আক্রমণে উঠে যাওয়া উদয়ন সংঘের দিদারুল ইসলাম সৈনিক দুজনকে কাটিয়ে বক্সে ঢুকে যান। একক প্রচেষ্টায় মাটি ঘেঁষা শটে বল জালে জড়িয়ে দেন। উদয়ন ২–০ গোলে এগিয়ে যায়। এই দুটি গোল হজম করে হতভম্ব মোহামেডান ব্লুজ পাল্টা আক্রমণে উঠতে চেষ্টা করে। কিন্তু বেশি সুবিধা করতে পারেনি উদয়ন রক্ষণভাগের দৃঢ়তায়। ২৭ মিনিটে ব্রাদার্স ম্যাচে মোহামেডান ব্লুজের জয়ের নায়ক সৌরভ দেওয়ান বঙের কাছাকাছি থেকে শট নেন গোলমুখে। তবে তা চলে যায় বারের বাইরে দিয়ে। কিছু পরে সৌরভের আরেকটি প্রচেষ্টাও এইভাবে লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথম অর্ধের শেষ মুহূর্তে সৈনিকের শট ব্লুজ কিপারের গায়ে লেগে প্রতিহত হলে একটি সুযোগ হারায় উদয়ন সংঘ।
বিরতির পর দুই গোলে এগিয়ে থাকা মাদারবাড়ি উদয়ন সংঘ আরো গোলের চেষ্টা চালিয়ে যায়। ৬৭ মিনিটে দলের আফরোজ আলী বল নিয়ে ভেতরে ঢুকে পড়েন। কিন্তু নষ্ট করেন উপর দিয়ে মেরে। মোহামেডান ব্লুজ এ অর্ধে বেশ চাপের সৃষ্টি করেও ফল আদায় করতে পারেনি। উপরন্তু আরো একটি গোল হজম করে নেয়। বাম প্রান্ত থেকে উদয়নের বদলি খেলোয়াড় কবির আহমেদ বল বাড়িয়ে দেন বক্সের ভেতর। সেখানে জটলার সৃষ্টি হয়। বল ধরে দিদারুল ইসলাম সৈনিক অনেকটা সাইডভলিতে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন। উদয়ন এগিয়ে থাকে ৩–০ গোলে। নিশ্চিত পরাজয়ের মুখে খেলার শেষ মুহূর্তে মোহামেডান ব্লুজ অধিনায়ক নাসিরউদ্দিন চৌধুরী একটি সুযোগ পান। গোলের কাছে এগিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু তাও ব্যর্থ হলে ৪র্থ ম্যাচে এসে পরাজয় নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়। গতকালের খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হন মাদারবাড়ী উদয়ন সংঘের দিদারুল ইসলাম সৈনিক। খেলা শেষে তার হাতে ম্যান অব দা ম্যাচের পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মো. জাহেদ হোসেন। প্রিমিয়ার লিগে আজ বিকাল ৩.১৫ টায় ব্রাদার্স ইউনিয়ন বনাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ পরস্পরের মোকাবেলা করবে। এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।