বৃথাই সব

নাসরীণ রীণা | রবিবার , ১ অক্টোবর, ২০২৩ at ৫:০৩ পূর্বাহ্ণ

বৃথাই যত ঘর্মাক্ত শ্রম

বৃথাই রক্ত জল,

দিনান্তে পায় বিভীষিকা

এটাই কর্মফল।

বৃথাই শত ঘাতপ্রতিঘাত

বৃথাই বন্ধ দম,

আস্ফালনে মর্ম চিরে

সিদ্ধ কার্যে কম।

বৃথাই যত ত্যাগবিসর্জন

বৃথাই আশা বল,

বেলা শেষে পায় কেবলই

মিছে আশার ছল।

বৃথাই কষ্টের একলা যাপন

বৃথাই জীবন রণ,

সুফলভোগী অদেখা হয়

যখন দুঃখের ক্ষণ।

বৃথাই জমির আবাদ কর্ষণ

বৃথাই প্রয়োগ সার

যথাসময় জল দিলেও

ফল হবে কি তার?

পূর্ববর্তী নিবন্ধপ্রবারণা পূর্ণিমার দিন সরকারি ছুটি ঘোষণা করা হোক
পরবর্তী নিবন্ধসর্বজনীন পেনশন স্কিমের আওতায় প্রবাসীরা