বাঁশখালী সরকারি বালিকা স্কুলে অভিভাবক ও মা সমাবেশ

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:০৬ পূর্বাহ্ণ

বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ সম্প্রতি অনুষ্ঠিত হয়। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার।

বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর রোজিয়া সুলতানা রোজি, বাঁশখালী একাডেমির প্রধান নির্বাহী পরিচালক সাংবাদিক কল্যাণ বড়ুয়া, সাংবাদিক মিজান বিন তাহের। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অঞ্জন চক্রবর্তীর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রাজীব কুমার দাশ।

এ সময় উপস্থিত ছিলেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ওসমান, মাহবুব আলম, অচিন্ত্য আচার্য, তাহেরা বেগম, সুমিতা দেওয়ানজী, মোস্তাফিজুর রহমান, সেতু দাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় এগিয়ে যাবে শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ বিমান বাহিনীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ