চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনাকে সমুন্নত রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে। তিনি শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে প্রতিটি পূজামণ্ডপে আলোকায়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা, রাস্তা মেরামত এবং পতেঙ্গা, কালুরঘাট, অভয়মিত্রঘাট নিরঞ্জন স্থলে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। গতকাল বুধবার আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা উদ্যাপন পরিষদ মহানগরের সাথে নগরীর টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিমল কান্তি দে, অরবিন্দ পাল অরুন, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি, রানা বিশ্বাস, সুমন দেবনাথ, সুজিত দাশ, অরূপ রতন চক্রবর্তী, প্রদীপ শীল, বিপ্লব চৌধুরী, মিথুন মল্লিক, সজল দত্ত, বিপ্লব সেন। আরো উপস্থিত ছিলেন নিখিল ঘোষ, সাধন সিংহ, রিটু দাশ বাবলু, বিপু ঘোষ বিলু, সঞ্জয় ভৌমিক কনকন, রাজীব চৌধুরী মিল্টন, প্রিয়তোষ ঘোষ রতন, ডা. বিজন নাথ, উত্তম শীল, রিপন রায় চৌধুরী, অসীম কুমার দে, রাজন দাশ, বিশ্বজিত রায় চৌধুরী, ডা. নেহেরুলাল লাল ধর, প্রিয়তোষ বল, গোপাল দাশ টিপু, অয়ন ধর, নিঝুম পারিয়াল, শ্যামল চৌধুরী, দেবদীপ মিত্র, অর্পণ চক্রবর্তী, রাসেল দত্ত, সৌরভ দাশ দীপ্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।