হাটহাজারীর বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে ২৮ তম জসনে জুলুস, হামদ নাত, কেরাত, প্রিয় নবী (সা.) জীবন বিষয়ক কুইজ, রচনা, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টায় মাদ্রাসা মাঠ থেকে শিক্ষক ও কয়েক হাজার শিক্ষার্থী এবং এলাকাবাসীর অংশগ্রহণে জসনে জুলুস বের করা হয়। জুলুসটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিলাদ মাহফিলের মাধ্যমে দোয়া ও মোনাজাত করা হয়। জুলুসে নেতৃত্ব দেন বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন। পরে জিয়াউল উলুম মসজিদ মাঠে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বুড়িশ্চর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জাহেদ হোসাইন।
শিক্ষার্থী মুহাম্মদ তানভীর কুতুবীর সঞ্চালনায় বক্তব্য দেন উপাধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, এম লোকমান হাকিম মেম্বার, মাওলানা আ ন ম মনজুর হায়দার সিদ্দিকী, শেখ ফয়েজুল্লাহ আহমদ, ইয়িলাস মুহাম্মদ শোয়াইব, মনজুরুল কাদের, মাওলানা ফরিদুল হক চৌধুরী, মাওলানা আবু তাহের ফারুকী, আরিফুল মুস্তফা, সিনিয়র শিক্ষক নাসির উদ্দিন, তোফাজ্জল হোসেন, রুহুল কাদের চৌধুরী, আবু হেনা মুহাম্মদ সৈয়দ নুর, পেয়ার মুহাম্মদ, আবদুল নুর, মোরশেদুল আলম কাদেরী, সহকারী শিক্ষক মাসুদ পারভেজ, কামাল উদ্দিন, ক্বারী ফরিদুল হক, সৈয়দুল করিম তাহেরী, দিলদার ফারুক, মনিরুল আমিন প্রমুখ। এ উপলক্ষে মাদ্রাসার নারী শিক্ষার্থীদের নিয়ে আলাদা মিলাদ মাহফিল, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় মাদ্রাসার সম্মেলন কক্ষে। এতে বক্তব্য দেন শিক্ষক ছাহেলা বেগম, সানজিন মাহমুদ, শামীমা আক্তার ছিদ্দিকা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।