প্রিয় নবী

সৈয়দ খালেদুল আনোয়ার | বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:১৪ পূর্বাহ্ণ

প্রিয় নবী মুহাম্মদ (.)

খোদার সেরা দান

সে দান পেয়ে বিশ্বে এলো

মহা খুশির বান।

চাঁদ সূর্য গ্রহ তারা

তাঁর জ্যোতিতে আত্মহারা

সৃষ্টি জগত নবীর প্রতি

জানাচ্ছে সম্মান।

খোদার বাণী নিয়ে নবী

এলেন ধরার বুকে

মানবজাতি তাঁরই শানে

পড়ছে দরুদ সুখে।

হৃদে রেখে নবীর প্রীতি

মান্য করে নবীর নীতি

আমরা মানবজীবনটাকে

করবো মহীয়ান

প্রিয় নবী মুহাম্মদ (.)

খোদার সেরা দান।

পূর্ববর্তী নিবন্ধসালাম প্রিয় বিশ্ব নবী
পরবর্তী নিবন্ধসমৃদ্ধ দেশ গড়ার প্রেরণা