সালাম সালাম ইয়া নবী সালাম
সালাম প্রিয় বিশ্ব নবী
তোমার জন্যে আমরা পেলাম
সত্য সুন্দর জীবন সবই।
অবিচারে আর নিষ্ঠুরতায়
ভরা ছিলো এই বিশ্ব
মানবতা আর ন্যায় ছিলো
ভূলুণ্ঠিত আর নিঃস্ব।
তোমার ছোঁয়ায় দ্বীনের আলোয়
দূর হয়ে যে গেলো সবই।
মা আমেনার কোলে যেদিন
এলে আশীর্বাদ স্বরূপ
অত্যাচারী কাফিররা সব
সেদিন থেকেই হলো চুপ।
পাক কালামের বাণী নিয়ে
উঠলো হেসে এই পৃথিবী।