এই শহরে

নাহিদ সুলতানা | বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:১২ পূর্বাহ্ণ

এই শহরে মানুষ থাকে, দস্যু থাকে একই সাথে

নীতির বুলি ঠোঁটের কোণে মিথ্যা ভরা ভেতরটাতে

ট্রাফিক জ্যামে আটকা পড়ে সময় ঘোড়া যায় না থেমে

এই শহরে সকড়গুলো জেগেই থাকে দিবস রাতে

এই শহরে ধনীরা সব পাখনা মেলে উড়তে থাকে

দরিদ্রের রক্ত চোষে আকাশ ছুঁতে নেশায় মাতে

হাটবাজারে আগুন জ্বলে বাড়তি দামে এই শহরে

কতক নারী বেচছে প্রেম পেটের দায়ে অন্ধকারে

বিপথগামী শত যুবক কৃষ্ণস্রোতে দুলছে নায়ে

তরুণশ্রেণি নেশার মোহে প্রেম জোয়ারে খেই হারিয়ে

নষ্ট কিবা রাঙা জীবন হাতছানিতে যায় যে চলে

খাবারগুলো ভেজাল দিয়ে পূর্ণ করা এই শহরে

দেহের ভাঁজে নানা অসুখ সর্বজনে বসত করে

বৃষ্টিহীন গরম তাপে এই শহরে ফোস্কা পড়ে

বৃষ্টি হলে ঘরেবাইরে বানের জলে সবই ডুবে

ঝুট ঝামেলা ভালো মন্দ লেগে থাকে এই শহরে

আপনপর যায় না চেনা মুখোশ পরা এই শহরে

যতই কিছু হোক না কেন এই শহর যে আমাদের

ভালো বাতাস আসুক বয়ে জীবন হোক আনন্দের।

পূর্ববর্তী নিবন্ধঅহেতুক আবদার
পরবর্তী নিবন্ধলুই পাস্তুর: জলাতঙ্কের টিকা আবিষ্কারক