চট্টগ্রাম–কলকাতা ফ্লাইটের আপ–ডাউন ভাড়া সাড়ে ৬৮ হাজার টাকা। এমন অস্বাভাবিক ভাড়া নিয়ে ব্যাপক তোলপাড় চলছে ভারতগামী যাত্রীদের মাঝে। ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে আগামী ২৯ সেপ্টেম্বর যাওয়া এবং ১ অক্টোবর ফিরে আসার জন্য একজন যাত্রীকে এই অস্বাভাবিক ভাড়ায় টিকেট কিনতে হয়েছে। টিকেটের কৃত্রিম সংকট সৃষ্টি করে এই অস্বাভাবিক ভাড়া নেয়া হচ্ছে বলেও যাত্রীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট একজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কলকাতায় বিমানে এক ঘন্টার কম সময়ে পৌঁছানো যায়। অথচ আসা যাওয়ার জন্য সাড়ে ৬৮ হাজার টাকা ভাড়া আদায় করা হয়েছে। এর অনেক কমে মধ্যপ্রাচ্যে আসা যাওয়া করা যায়।
ইউএস বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রামের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, টিকেটের সংকট রয়েছে। প্রচুর লোক ভারতে যাতায়াত করছে। তাই ভাড়া বেড়ে গেছে। অক্টোবরের মাঝামাঝি সময়ের টিকেট ২২/২৩ হাজার টাকায় পাওয়া যাবে বলে তিনি জানান।