‘দেশের উন্নয়নে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনুন’

| বুধবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:৩২ পূর্বাহ্ণ

উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেছেন, এই সরকার যেভাবে দেশের উন্নয়ন করে যাচ্ছে তাতে বিশ্বব্যাপী প্রশংসনীয়। উন্নয়নের চলমান ধারাকে অব্যাহত রাখতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে আবারো নির্বাচিত করুন।

গত শনিবার সারজার একটি হলরুমে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ দুবাই প্রবাসী শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগ দুবাই উত্তর আমিরাত শাখার সাধারণ সম্পাদক হামিদ আলীর সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আহমেদ আলী জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন সারজা বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা এসএম নুরুল ইসলাম, মো. আকরামুজ্জামান খাঁন, বাংলাদেশ সমিতি সারজার সি. সহসভাপতি ইসমাইল গনি চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ দুবাইয়ের উপদেষ্টা নূর মোহাম্মদ, সারজা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. আবু তাহের ভূঁইয়া, সহসভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন ও দক্ষিণ জেলা আ. লীগ দুবাই ও উত্তর আমিরাতের সহসভাপতি দিদারুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ার মোহাম্মদ। বক্তব্য রাখেন সিরাজদৌল্লা, পারভেজ উদ্দিন, সিরাজদৌলা দুলাল, আমজাদ হোসেন, আবু মোহাম্মদ খোরশেদ, মঈনুদ্দিন শফি, বদিউল আলম, মোহাম্মদ, শেখ আলম ও মোস্তাফিজুর রহমান বাহাদুর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমো. সিরাজুল হক
পরবর্তী নিবন্ধদক্ষিণ বৈলতলী সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি