মীরসরাইয়ে বালিকা ফুটবলাররা সংবর্ধিত

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:১৫ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে ৫০তম গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টে জেলা চ্যাম্পিয়ন ও বিভাগীয় রানার্স আপ এর গৌরব অর্জন করা করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের বালিকা ফুটবল দলের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মীরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে উক্ত সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন মীরসরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান, মীরসরাই এএসপি সার্কেল মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলার কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শাখাওয়াত উল্লা রিপন, প্রধান শিক্ষক মো. বাহার উদ্দিন ভূঁইয়া, এস এস সি ৯৬ ব্যাচ এর প্রতিনিধি নিজাম উদ্দিন, মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ কাশেম, সাংবাদিক শারফুদ্দিন কাশ্মির ও সাংবাদিক মাহবুব পলাশ। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে উপজেলার পক্ষ থেকে বিশেষ পুরস্কার ও এস এস সি ৯৬ ব্যাচের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের ট্রেইনার পলাশ চন্দ্র মল্লিককে ও সন্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল করিম, জনস্বাস্থ্য প্রকৌশলী সাঈদ আহমেদ, স্বাস্থ্যবিদ আব্দুর রহমান ঈশান, সাংবাদিক জুয়েল নাগ, কামরুল হাসান ও রবি করিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধলালদিঘী মাঠে ক্ষুদে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধতৃতীয় ম্যাচে স্বস্তির জয় মুক্তিযোদ্ধার