সীতাকুন্ডে বাংলাদেশ কারাতে কম্বেট এসোসিয়েশন আয়োজিত কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে বেল্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বেল্ট সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সেন্সি দেলোয়ার হোসেন ইকবাল ও শিক্ষক রিয়েল বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সীতাকুণ্ড ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. শাহ আলম, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, কাউন্সিলর দিদারুল আলম এপোলো, কাউন্সিলর ফজলে এলাহী পায়েল ও সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এসপাক, ইকবাল হোসেন টিপু এবং সকল শিক্ষক, অভিভাবক সহ উপস্থিত ছিলেন। এই প্রতিষ্ঠানে প্রতি ৪ মাস পর পর মান উন্নয়ন পরীক্ষার মাধ্যমে বেল্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় গতকাল ৩৫ জন প্রশিক্ষণার্থী বেল্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।











