চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হয়েছে ১৫.২৩ কোটি টাকা। ১,৭৯৫ টি লেনদেনের মাধ্যমে মোট ৫২.০৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩.৮৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৫৮৪.১৭ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.৭৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০৬.১২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.৬৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৬৮.৩৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ২.১৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,০৯২.৭৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৭১,৮২০.২৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩১,৩৭৭.২৯ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৪৬টির, এর মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ৪২টির আর অপরিবর্তিত রয়েছে ৫৩টির।