হজ্বযাত্রী কল্যাণ পরিষদের সভা

| বুধবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:০৬ পূর্বাহ্ণ

হজ্বযাত্রী কল্যাণ পরিষদের সভা গত সোমবার বিকালে নগরীর স্টেশন রোডস্থ হোটেল প্যারামাউন্ট ইন্টারন্যাশনালের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় হজ্ব ও ওমরাকারীগণ থেকে সৌদি সরকার পবিত্র মক্কা ও পবিত্র মদিনায় ঘর ভাড়া, কেনাকাটায় ভ্যাট/ট্যাক্স নেয়া প্রত্যাহার করতে হজ্বযাত্রী কল্যাণ পরিষদ সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হজ্বযাত্রী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।

হজ্বযাত্রী কল্যাণ পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব অধ্যক্ষ ডা. আবদুল করিম। সালেহ আহমেদ সুলেমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন, আবু মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ শরীফ, যাহেদুর রহমান যাহেদ, মুহাম্মদ ইদ্রিস আগ্রাবাদী, কাজী আরিফুল ইসলাম, মুহাম্মদ নঈম, অধ্যক্ষ ডা. মো. নুরুল আমিন, এডভোকেট মো. ছমি উদ্দিন, এডভোকেট মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, মেহের আলী চৌধুরী, আহমদ সেলিম চৌধুরী, আশিক আশরাফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজ্ঞান-বিজ্ঞান চর্চা ব্যতীত মুক্তি মিলে না
পরবর্তী নিবন্ধরাসূল (সা.) এর আদর্শই মানবতার চূড়ান্ত মুক্তি