সৈয়দ কাসেদ মাহমুদ নামে চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। গতকাল শুলকবহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এনআই এ্যাক্ট ১৩৮ সংক্রান্ত চেক প্রতারণা মামলার এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৭৫ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি।
সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার বাদী খাইজ আহাম্মদ শেখ ডেনমার্কে বসবাস করেন। আসামি কাসেদ মাহমুদ তার আত্মীয়। খাইজ তার অক্সিজেন মোড় এলাকার একটি জমির পাওয়ার অব এটর্নি দেন কাসেদকে। যা প্রতারণা করে বিক্রি করে দেন কাসেদ। পরে খাইজ (বাদি) দেশে আসলে তাকে কাসেদ ৭৫ লাখ টাকার তিনটি চেক দেন। পরবর্তীতে উক্ত চেক ডিজঅনার হলে ২০১৭ সালে চেক প্রতারণার মামলা দায়ের করেন খাইজ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজ ৭ম আদালত গত ১৩ আগস্ট কাসেদকে দোষী সাব্যস্থ করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৭৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।