চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৯ হাজার ছাড়াল

চলতি মাসের ২৫ দিনে ৩৩৮৪ রোগী, ১৯ মৃত্যু

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৪৮ জনসহ সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৭১ জনে। এর মধ্যে চলতি সেপ্টেম্বরের ২৫ দিনে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৮৪ জন। চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৭২ জন। এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসে মারা গেছেন ১৯ জন। ডেঙ্গু পরিস্থিতিকে ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন চিকিৎসকেরা। সরকারিবেসরকারি হাসপাতালের বাইরেও ঘরে অনেক ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন, যারা হিসেবের বাইরে রয়ে গেছেন বলে সূত্র জানিয়েছে।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৮২ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৬ জন রোগী। গতকাল চট্টগ্রামে ডেঙ্গুতে কেউ মারা যাননি বলে সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে।

একমাত্র সচেতনতাই ডেঙ্গু থেকে রক্ষা করতে পারে জানিয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী সকলকে মশার ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধভোটের মাঠের পাশাপাশি রাজপথেও হচ্ছে সক্রিয়
পরবর্তী নিবন্ধজশনে জুলুসে যানবাহন চলাচলে সিএমপির নির্দেশনা