চট্টগ্রাম বহদ্দারহাট কাঁচাবাজার থেকে শমসের পাড়া মেডিকেল হয়ে অক্সিজেন – কুয়াইশ রোড (এভারকেয়ার হসপিটাল) পর্যন্ত দীর্ঘ প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তা সবটাই ভাঙা। সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা যেন নর্দমা আর ডোবার রূপ নেয়। চলাচলের কোনও অবস্থাই থাকে না। মাত্রাতিরিক্ত খানাখন্দ ও ভাঙা থাকায় যাতায়াতের উপযুক্ততা হারিয়েছে বহু বছর আগেই। নামে মাত্র সংস্কার হলেও ভালো রাস্তার মুখ দেখেনি এলাকার মানুষ। অথচ এই রাস্তা ধরে দৈনিক হাজার হাজার মানুষের চলাচল। এমনকি এর পাশেই রয়েছে চট্টগ্রাম আন্তর্জাতিক মেডিকেল কলেজ হাসপাতাল সহ শীর্ষস্থানীয় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। ফলশ্রুতিতে কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে মুমূর্ষু রোগী কেউ রেহাই পায় না এই অসহনীয় ভোগান্তি থেকে। তাছাড়া রাস্তা সংলগ্ন খাল সংস্কার কাজ খুবই ধীরগতিতে হওয়ায় ভোগান্তি চরম আকার ধারণ করেছে। কাজেই এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকরী পদক্ষেপ কামনা করছি।
মুহাম্মাদ ত্বলহা আমিন
শিক্ষার্থী,
আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।