বীরকন্যা প্রীতিলতা সাহস ও আত্মত্যাগের প্রতীক

আত্মাহুতি দিবসের সভায় বক্তারা

| সোমবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৫১ পূর্বাহ্ণ

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস উপলক্ষে গতকাল রোববার আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, বীরকন্যা প্রীতিলতা সাহস ও আত্মত্যাগের প্রতীক। তাঁর জীবন সংগ্রামকে ধারণ করে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে এ উপলক্ষে মাস্টারদা সূর্যসেন সেমিনার হলে এক স্মরণসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ২১নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ইপসা’র নির্বাহী পরিচালক আরিফুর রহমান, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু মো. মহিউদ্দীন। বিপ্লবী পূর্ণেন্দু অর্ধেন্দু সুখেন্দু প্রীতিলতা বাস্তুভিটা স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক প্রবোধ রায় চন্দনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শৈবাল বড়ুয়া, আবদুল হাকিম রানা, সজল দত্ত, বিশ্বজিত দেব (বাবু), কৃষ্ণা চক্রবর্তী, মো. আলী, আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর আলম, রূপক চক্রবর্তী, গৌতম চৌধুরী, মো. জয়নাল আবেদীন, ইউপি সদস্য রনধীর চক্রবর্তী, দিপ্তী চক্রবর্তী, বরুণ পালিত, সুকান্ত নাথ, শিক্ষক চন্দন দাশ, মঞ্জু রায়, শিপ্রা দে, রূপশ্রী চক্রবর্তী, শিমু নাথ, দূর্জয় চক্রবর্তী, মো. সাকিব, অমিত চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন প্রীতিলতা সাংস্কৃতিক জোটের শিল্পীবৃন্দ।

ছাত্র ইউনিয়ন : প্রীতিলতা ওয়াদ্দেদার এর ৯১ তম আত্মাহুতি দিবস উপলক্ষে পাহাড়তলীতে প্রীতিলতার ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদ। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শুভ দেব নাথ, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক বর্ষা দেবী ও কোতোয়ালী থানার সদস্য ঋষু সাহা প্রমূখ।নেতৃবৃন্দ ব্রিটিশ বিরোধী আন্দোলনের তীর্থঘর ইউরোপীয়ান ক্লাবকে দ্রুত স্মৃতি জাদুঘর করার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় জয় তুলে নিল কিষোয়ান
পরবর্তী নিবন্ধ‘কর্ণফুলী ও হালদাকে বাঁচাতে হবে’