নাছিরাবাদে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত সেমিনার

| সোমবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উদযাপন ও হযরত গাউছুল আজম (রা.) স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের ৯৩নং চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখার উদ্যোগে গতকাল নগরীর নাছিরাবাদ পলিটেকনিক্যাল রোডস্থ রূপসী হাউজিং সোসাইটিতে এক এশায়াত সেমিনার ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়ার সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন অধ্যাপক অলি আহাদ চৌধুরী, অধ্যাপক নেজাম উদ্দীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুহাম্মদ শওকত ইমরান, মুহাম্মদ হাসান, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ। সেমিনারে বক্তারা বলেন, প্রিয় নবীজির মুহাব্বত অন্তরে ধারণ করে, কুরআন ও সুন্নাহর আলোকে উন্নত জীবন গঠন করে মঞ্জিলে মকসুদে পৌঁছার অন্যতম মাধ্যম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ তরিক্বত। নবীজির বাতেনি নূর বিতরণ, ফয়েজে কুরআন, মোরাকাবার মাধ্যমে নফসানিয়্যত অবদমিত করে রুহানিয়্যত চর্চার শিক্ষা দিয়ে গেছেন এ দরবারের মহান মনীষী হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাদিঃ)। গুনাহের কালিমায় কলুষিত মানুষদের তিনি ফিরিয়ে এনেছেন দ্বীনের পথে। অনৈসলামিক কার্যকলাপ বাদ দিয়ে আল্লাহর জিকির ও রাসুলুল্লাহ (.) এর দরুদ পাঠে নিয়োজিত করেছেন। উসওয়াতুল হাসনার আলোকে উন্নত চরিত্র গঠনের মাধ্যমে দুনিয়া ও আখেরাতের কল্যাণ সাধনার পথ নির্দেশনা দিয়েছেন। পরিশেষে দেশজাতির উন্নতিঅগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদকিয়াম শেষে মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবুল কালাম বেলালের কবিতায় স্বতন্ত্র একটি স্বর আছে
পরবর্তী নিবন্ধযারা এতোদিন ন্যায়বিচার পাননি তারা ন্যায়বিচার পাবেন