উরকিরচর জনতা সংঘের তিন দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী

রাউজান প্রতিনিধি | রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৩৬ অপরাহ্ণ

রাউজান উপজেলার উরকিরচর জনতা সংঘের উদ্যোগে তিন দিনব্যাপী জশনে জুলুছে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা:) আগামী সোমবার (২৫ সেপ্টেম্বর) হতে উরকিরচর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

জনতা সংঘের ব্যবস্থাপনায় আয়োজন করতে যাওয়া এই মিলাদুন্নবী (সা:) মাহফিলের কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে বোখারী শরীফ, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, জশনে জুলুছ, নাত মাহফিল, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নাত ক্বেরাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তবরুক বিতরণ।

তিন দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন দেশবরেণ্য ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক ব্যক্তিবর্গ।

আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ সন্মেলনে আয়োজকগণ লিখিত বক্তব্যে বলছেন, আগামীকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) মাহফিলে তকরির করবেন চট্টগ্রাম ইমাম আজম (রহঃ) রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর, কুষ্টিয়া দৌলতপুর রহমানিয়া দরবার শরীফের প্রতিষ্টাতা হাফেজ মাওলানা মোহাম্মদ মোখলেছুর রহমান (বাঙালি হুজুর)।

উক্ত তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন উদযাপন পরিষদের আহ্বায়ক আলহাজ্ব নুরুল আবছার মিয়া ও সদস্য সচিব আলহাজ্ব হোসাইন আল ওসমান বাবর।

সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ আয়ুব, মাস্টার নুরুন নবী, সমাজসেবক ইউছুপ আলী, মহিউদ্দিন ইমন, লোকমান আনচারী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ‘আর নিউজ করিস, দেখব তোরে কে বাঁচাতে আসে’
পরবর্তী নিবন্ধকাপ্তাই লেকে চাপ বাড়ায় পানি ছাড়া হচ্ছে ৩ ফুট হারে