বিনয় ও সহানুভূতি

কাজী সোহেল | রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৩৪ পূর্বাহ্ণ

আত্মকেন্দ্রিকতা বা নিজেরটা আগে বা বিচার মানি কিন্তু তালগাছটা আমার’ এই দৃষ্টিভঙ্গিগুলো আমাদের জীবনকে এক ক্লান্তিকর এবং বোঝায় পরিণত করে। আর বিনয়, সহানুভূতি, ছোট হওয়া, নম্‌্র হওয়া, নিরহংকার, ক্ষমা করা ও পরোপকার যত ক্ষুদ্রই হোক না কেন তা আমাদের জীবনকে প্রাণবন্ত ও হাস্যোজ্জ্বল করে তোলার ক্ষমতা রাখে।

প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’কে কেউ কখনওই আগে সালাম দিতে পারেননি বরং তিনিই সবসময় ছোটবড় সবাইকে আগে সালাম দিতেন এবং ধর্মবর্ণ নির্বিশেষে সবার সাথে হাসিমুখে কথা বলতেন। যে কোনো প্রতিষ্ঠান, সংগঠন, পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্বব্যাবস্থা’কে এগিয়ে নিতে এই ছোট্ট বিষয়গুলো খুবই দরকার।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালী খালের উপর একটি ব্রিজ চাই
পরবর্তী নিবন্ধনবায়নযোগ্য শক্তির প্রসারে ডলার সাশ্রয় হবে কি?