দুদকের এএসআই পরিচয়ে চাঁদাবাজি, এক ব্যক্তি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এএসআই পরিচয় দিয়ে চাঁদাবাজিকালে কামরুল ইসলাম নামে একজনকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ। গত রাতে তাকে আটক করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা আজাদীকে বলেন, হাজারী লেইনের স্বর্ণ ব্যবসায়ী পরিমল ধরের কাছে চাঁদা দাবি করে কামরুল।

নিজেকে সে দুদকের এএসআই পরিচয় দেয়। কিন্তু পরিচয়পত্র দেখাতে পারেনি। তাই ধরে নিচ্ছি সে দুদকের এএসআই পরিচয় দিয়ে চাঁদাবাজি করছিল।

পূর্ববর্তী নিবন্ধএবার মালিকবিহীন রাইস কুকারে দেড় কোটি টাকার স্বর্ণ
পরবর্তী নিবন্ধআত্মগোপনে থাকা আসামি গ্রেপ্তার