রাঙ্গুনিয়ায় পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন চালু থাকা অবস্থায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুরুন্নবী (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত নুরুন্নবী পল্লীবিদ্যুতের শিলক অভিযোগ কেন্দ্রের লাইন শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার জেলার নাঙ্গলকোট উপজেলার বাইয়ারা গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, এদিন তিনি পল্লী বিদ্যুতের লাইন খোলা-বাঁধার কাজ করছিলেন কিন্তু নিয়ম অনুসারে লাইন বন্ধ না করে চালু অবস্থায় কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হন নুরুন্নবী। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জুয়েল দাশ বলেন, “এভাবে কাজ করার আগে অফিসে জানিয়ে বিদ্যুৎ বন্ধ করে নিতে হয় কিন্তু তিনি কাজ করার আগে অফিসে অবহিত করেননি। তাই এভাবে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। কেন কাজ করার আগে অফিসকে অবহিত করেননি, তা খতিয়ে দেখা হচ্ছে।”
মো. নুরুন্নবী