রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে নাবিলা আকতার (১১) নামে এক স্কুল ছাত্রী। সে উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামের মো. এনামুল হকের মেয়ে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
এই ঘটনায় পুকুরে ডুবে আহত হয়েছে নিহতের ফুফু সায়মা আক্তার (১৪) নামে আরও এক স্কুল ছাত্রী। সে সুখবিলাস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
নিহতের স্বজন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বাড়ির পাশে পুকুরে ফুফু সায়মা আক্তারের সাথে নাবিলা গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন টের পেয়ে দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা নাবিলাকে মৃত ঘোষণা করেন ও সায়মাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নিহত নাবিলার বাবা এনামুল হক উপজেলার পরিবার পরিকল্পনা পরিদর্শক। দুই মেয়ের মধ্যে নাবিলা বড়।